ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পিজি হাসপাতালে আগুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
কলকাতার পিজি হাসপাতালে আগুন

কলকাতা : কলকাতার পিজি হাসপাতালের জরুরি বিভাগে বুধবার সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের চেয়ে রোগীদের মধ্যে বেশি আতঙ্ক ছড়ায় ধোঁয়া।

ঘটনাস্থলে পৌঁছ‍ায় দমকলের ৪টি ইঞ্জিন। ৩টি ইঞ্জিনের চেষ্টায় ১৫ মিনিটে আগুন আসে। রোগীদের নিরাপদ জায়গায় বার করে নিয়ে আসা হয়েছে। প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

এদিন সকাল ৯টা ১০ মিনিট নাগাদ হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় পিজির ইমার্জেন্সি বিভাগ থেকে।   হাসপাতালের দোতলা থেকেও ধোঁয়া ও আগুন বের হতে দেখেন চিকি‍ৎসক ও নার্সেরা, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

এ সময় জরুরি বিভাগ থেকে বের করে নেওয়া হয় রোগীদের। প্রবল ধোঁয়ায় রোগীদের মনে উস্কে দেয় আমরিকাণ্ডের সেই বিভীষিকাময় স্মৃতি।   আতঙ্ক ছড়িয়ে পড়ে  গোটা এলাকায়।

তবে দমকলকর্মী ও হাসপাতালকর্মীরা সব রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়।   অবশেষে আধঘণ্টার চেষ্টায়  নিয়ন্ত্রণে এসেছে আগুন।

এসি মেশিনে শর্ট সার্কিটের জেরেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের।   ইমার্জেন্সির ক্যাশ কাউন্টারের পাশেই রয়েছে এন্ডোক্রিনোলজি বিভাগের আউটডোর। সেখান থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানা গেছে।

ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাসপাতালে পৌঁছে পরিস্থিতির তদারকি করেন। তিনি জানান, সম্ভবত এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। এখন সবকিছু নিয়ন্ত্রণে এসেছে। আগুনের আতঙ্কে বাইরে বের করে আনা রোগীদের যথাস্থানে রাখার ব্যবস্থা এবং দ্রুত আউটডোরের কাজকর্মও শুরু হয়েছে।

আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছেন ফরেন্সিক বিভাগের আধিকারিকেরা।
সকালে এসএসকেএম-এ অগ্নিকাণ্ডের কারণে আউটডোর এখনও চালু করা যায়নি। তাই, এদিন আউটডোরের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি/
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।