ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিরোধীদের মোক্ষম জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  শেষ পর্যন্ত মুখ খুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার রাজ্য বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে বিরোধীদের মন্তব্যের জবাব দেন তিনি।



মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তাদের দেশে কাকে নিমন্ত্রণ করবে আর কাকে করবে না এটা তাদের নিজস্ব ব্যাপার। এ সম্পর্কে আমি বা আমাদের কিছু বলার এখতিয়ার নেই। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিমন্ত্রণ করলে আমরা শুধু বলতে পারি, আমরা নিমন্ত্রণ গ্রহণ করলাম বা করলাম না। এটুকুই শুধু বলা যায়। উলটো প্রশ্ন করা যায় না, কেন নিমন্ত্রণ করলে বা কেন অন্য কাউকে করোনি?’

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

বুধবার কংগ্রেস নেতা সুরজিত দত্ত রাজ্য বিধানসভায় বিষয়টি তোলেন। এরপরই সরকার পক্ষের সদস্যরা চেপে ধরেন তাকে। তারা বলতে থাকেন, কংগ্রেস রাজ্যের মান সম্মান জলাঞ্জলি দিয়ে রাজনীতি করছে।

সরকার পক্ষের সদস্যরা বলেন, ‘মানিক সরকার সম্মান পাবার অর্থ সারা রাজ্যের মানুষ সম্মানিত হওয়া। এতে আমাদের আনন্দিত হবার কথা। কিন্তু কংগ্রেস এখানে সংকীর্ণ রজনীতি করছে। ’

২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কার্যত চুপসে যান বিরোধী বেঞ্চ।

বাংলাদেশ সময় : ১৯০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
টিসি

সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।