কলকাতা: রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, পার্থ চ্যাটার্জি, মলয় ঘটকের পর এবার রচপাল সিং।
রোববার তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের ক্ষোভের মুখে ভাঙচুর হলো পর্যটনমন্ত্রী রচপাল সিং এর গাড়ি।
এদিন, হুগলির জেলার হরিপাল ব্লক তৃণমূলের উদ্যোগে কিঙ্করহাটি উচ্চ বিদ্যালয়ে চলছিল পঞ্চায়েতিরাজ সম্মেলন। হাজির ছিলেন পর্যটনমন্ত্রী রচপাল সিং।
সম্মেলনের মাঝে মোজাফ্ফর হোসেন নামে স্থানীয় এক তৃণমূল নেতা ও বেশ কিছু তৃণমূল সমর্থক জোর করে সেখানে ঢোকার চেষ্টা করেন. নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ক্ষুব্ধ সমর্থকরা এক পর্যায়ে সভাস্থল লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।
সভাস্থলের সামনেই রাখা ছিল রচপাল সিং এর গাড়ি, বিক্ষুব্ধরা মন্ত্রীর গাড়ির ওপর চড়াও হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাচ।
মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সাময়িকভাবে সম্মেলনও বন্ধ করে দিতে হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
মোজাফফর হোসেনের পাল্টা অভিযোগ, তাদের বাদ দিয়ে সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া লোকেদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এমনকি সম্মেলনে ঢুকতে গেলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
এদিনের সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠীর ৪ জন গুরুতর আহত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর