ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জাতিসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভোট দিলো ভারত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৫, মার্চ ২৬, ২০১২

কলকাতা: আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষ পর্যন্ত জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষের সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবের পক্ষেই ভোট দিলো ভারত।



জেনিভায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারতসহ ২৪টি দেশ। চিন, রাশিয়াসহ বিপক্ষে ১৫টি দেশ। ভোটাভুটিতে অংশ নেয়নি ৮টি দেশ।

এদিন জেনিভায় ভোটের পরে ২০০৯ সালে এলটিটিই দমনের নামে তামিল নিধন ইস্যুতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হলো শ্রীলঙ্কা। তবে, মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাব খারিজ করে জাতিসঙ্ঘের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ রাজাপক্ষে সরকারের।

উল্লেথ্য, চলতি সপ্তাহের সোমবার সংসদে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, `শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার ব্যাপারে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গির সঙ্গে জাতিসঙ্ঘের প্রস্তাব যদি সঙ্গতিপূর্ণ হয়, তবে তা সমর্থন করতে কোনো অসুবিধা নেই। `

এদিকে, ভারতের রাজনৈতিক মহলের মতে, ঘরোয়া রাজনীতির চাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পক্ষে ভোট দিয়েছে ভারত।

কারণ,  ইউপিএ শরিক ডিএমকে হুমকি দিয়েছিল, জাতিসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিপক্ষে ভারত ভোট দিলে, সরকার থেকে বেরিয়ে আসবে তারা। মানবাধিকার কমিশনগুলির দাবি, তামিল টাইগারদের দমনের নামে ২০০৮-এ শুরু করা যুদ্ধের শেষ মাসে ৪০ হাজার তামিলকে হত্যা করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
আরডি, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।