কলকাতা : প্রাথমিক স্কুলে ভর্তির বয়স বাড়ালো স্কুল শিক্ষা দফতর। এ বিষয়ে সোমবার সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিকের প্রথম শ্রেনীতে ভর্তির বয়স হতে হবে ৬ বছর।
এর ফলে আগের মত ৫ বছর বয়স হলেই আর প্রাথমিক স্কুলে ছেলে-মেয়েদের ভর্তি করা যাবে না।
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের শিক্ষা অধিকার আইন কার্যকর করার উদ্দেশ্যেই এই রাজ্যে এই নিয়ম চালু করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
আরডি
বাংলাদেশ সময় : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর