ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতসেরা ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  আবার ভারত সেরা ত্রিপুরার সোনার মেয়ে। জিমন্যাস্টিকে সিনিয়র চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলো ত্রিপুরার দীপা কর্মকার।

প্রতিযোগিতায় সেরা হয়েছে দীপা। এর সঙ্গে জিতেছে চ্যাম্পিয়নশিপের ৫টি ব্যক্তিগত বিভাগের সবগুলো সোনার মেডেল। এ বছর এলাহাবাদে বসেছিল এই প্রতিযোগিতার আসর। এখন ভারত সেরা জিমন্যাস্টের নাম দীপা কর্মকার। গত বছর জাতীয় আসর থেকেও দীপা ৫টি সোনার মেডেল জয়ী হয়েছিল।

এক প্রতিক্রিয়ায় দীপা কর্মকার জানায়, আমি খুব খুশি, আমি দারুণ তৃপ্ত।

দীপাকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার ক্রীড়া মন্ত্রী তপন চক্রবর্তী, ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।