ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভালুকায় বাজুসের মতবিনিময় সভায় বক্তারা

স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক পতাকা তলে সমবেত হচ্ছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক পতাকা তলে সমবেত হচ্ছেন

ভালুকা (ময়মনসিংহ): ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সুযোগ্য নেতৃত্বে দেশের সকল জুয়েলারি ব্যবসায়ী এক পতাকা তলে সমবেত হচ্ছেন। তাঁর নেতৃত্বে আমাদের দেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণ কারখানা গড়ে উঠতে যাচ্ছে।

অর্থাৎ বাংলাদেশে আমরা পিওর স্বর্ণ উৎপাদন করতে যাচ্ছি। সায়েম সোবহান আনভীরের ছোঁয়ায় স্বর্ণ ব্যবসায় সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ’

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকার স্থানীয় সিটি গার্ডেন রেস্টুরেন্টে বাজুসের ভালুকা শাখার নতুন সদস্যদের বরণ ও অন্তর্ভুক্তিকরণসহ এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।  

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলিমুর রহমান আলীম ও গীতা পাঠ করেন সমেন্দ্র চন্দ্র মজুমদার।  

এ সময় বাজুস ভালুকা শাখার সভাপতি নিরঞ্জন বণিকের সভাপতিত্বে ও সদস্য মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বাজুস ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য চন্দন কুমার ঘোষ।

বাজুস ভালুকা শাখার সাধারণ সম্পাদক প্রসান্ত কুমার সাহা বাবুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন, বাজুস ময়মনসিংহ জেলার সহ-সভাপতি সীতানাথ কর্মকার, সদস্য বলাই দত্ত ও গোপাল দাশ প্রমুখ।

বাজুস ভালুকা শাখার সাধারণ সম্পাদক প্রসান্ত কুমার সাহা বাবু বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশে জুয়েলারি শিল্পের বিপ্লব ঘটেছে। আমাদের কাঙ্ক্ষিত জুয়েলারি শিল্প উন্নয়নের যে দাবি ছিল সেগুলো পরিপূর্ণতা পাচ্ছে। আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়িই জুয়েলারি শিল্পের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবো। ’  

বাজুস ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য চন্দন কুমার ঘোষ বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ইতোমধ্যে বিশ্ব বাজারে স্বর্ণ রপ্তানির উদ্যােগ নিয়েছেন। তিনি আমাদের প্রেসিডেন্ট হওয়ার পর আমরা নিরাপদে ও সাহসের সাথে ব্যবসা পরিচালনা করছি। তাঁর সুদক্ষ নেতৃত্বে এ সংগঠনে সদস্যের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। '

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।