ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের পর আর্থিক প্রতিষ্ঠান চলবে ১০টা থেকে ৫টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ঈদের পর আর্থিক প্রতিষ্ঠান চলবে ১০টা থেকে ৫টা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল আর্থিক প্রতিষ্ঠান ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল মোট ৪দিন ছুটি থাকবে। ঈদের পর ২৪ এপ্রিল থেকে রোজা পূর্ববর্তী সময়সূচি অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম।

সোমবার (১৭ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ঈদ ছুটির এই সূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ২০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরফলে ২০ এপ্রিলসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল মোট ৪ দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর নতুন সময় সূচি অনুযায়ী অফিস চলবে।

ঈদের ছুটির পরে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫টায়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।