ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১০৪ দশমিক ৫ টাকায় বিক্রি করছে।

এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০৩ টাকায় ডলার বিক্রি করেছে বংলাদেশ ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, বাজারের চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি।

ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রবাহ বাড়াতে সর্বশেষ ৩০ এপ্রিল প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৮ টাকা পুনর্নির্ধারণ করে। রপ্তানি আয়ে ডলারের এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যেও আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে বেশি করে ডলার বিক্রি করছে। গত প্রায় এক বছর ধরে দেশে ডলার সংকট চলছে।

দেশের সামগ্রিক আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় ও রেমিট্যান্স কম হওয়ার  কারণে গত এক বছরে ডলারের বিপরীতে টাকা চাপে আছে। এর ফলে একদিকে টাকার মান কমছে। সেই সঙ্গে কমছে রিজার্ভ।

নতুন হারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৫৬ মিলিয়ন ডলার বিক্রি করেছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।  চলতি বছরের শেষে প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ নামবে ২৯ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৩, ২০২৩
জেডএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।