ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন, ভোট গ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন, ভোট গ্রহণ চলছে

সিলেট: বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে-২০২৩-২৫ ভোট গ্রহণ চলছে।  
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০ টায় নগরের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সচিব খালেদ আকন্দ ও এজিএম (এডমিন) তানভীর আহমদ বলেন, নির্বাচনে কার্যকরী সদস্য ১৯টি পদের বিপরীতে ৬৪ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ভোটার রয়েছেন ২১৬ জন।  

সরেজমিন দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের ব্যানার পোস্টারে সাজানো হয়েছে। নিরাপত্তার জন্য কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের মূল ফটক থেকে ভেতর পর্যন্ত শোভা পাচ্ছে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের ছবি সংবলিত ব্যানার-পোস্টার।  
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ভোট কেন্দ্র।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এনইউ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।