ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।  

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান ও এমজি ওয়ার্কার্স ফোরামের চেয়ারম্যান লিলি বেগম।

সভাপতি নাজমা আক্তার বলেন, পোশাক শিল্প দেশের সর্ববৃহৎ রপ্তানি শিল্প। কিন্তু তাতে শ্রমিকরা অত্যন্ত স্বল্পমূল্যে শ্রম দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সঠিক বাস্তবায়ন না থাকায় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে, ফলে শ্রমিকদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই আমাদের দাবি, শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমানের উন্নয়নের জন্য অবিলম্বে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হোক।

সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, বর্তমানে প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আট হাজার টাকা মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব। শ্রমিকদের জীবনমানের কথা বিবেচনা করে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, সরকার পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ২০১৩ সালের নভেম্বরে নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা ও ২০১৮ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে। যদিও শ্রমিক ও ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ২০১৩ সালে ১৬ হাজার টাকা ও ২০১৮ সালে ২০ হাজার টাকা দাবি করা হয়েছিল। তাতে শ্রমিকরা দাবি করেছিল, এই মজুরিতে জীবনযাত্রার খরচ মেটানো কষ্টকর।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এইচএমএস/এসআইএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।