ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজন 

বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুর বিভাগের প্রতিটি জেলায় বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বাজুসের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় নেতারা বলেন, সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হতে পেরেছেন। তার নেতৃত্বেই আজ সততার সঙ্গে এগিয়ে যাচ্ছে স্বর্ণ শিল্প। আগামীতে দেশের অন্যতম রপ্তানিপণ্য হয়ে উঠবে আমাদের দেশে তৈরি জুয়েলারি।

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর: দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল 'সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়'।

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় শহরের নিমতলা মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মালদাহপট্টী, চারুবাবুর মোড়, মর্ডান মোড়, লিলির মোড়, মুন্সিপাড়া মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) দিনাজপুর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমন, সাবেক সহ-সভাপতি অনিল কুমার রায়সহ বিভিন্ন উপজেলার বাজুসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, প্রথম দিকে ক্ষুদ্র পরিসরে সমিতির পথ চলা শুরু হলেও বর্তমানে প্রায় ৪০ হাজার স্বর্ণ ব্যবসায়ী এর সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা সবাই এখন একটা পরিবারের মত। আমাদের দাবি আদায়ে বাজুর সবসময় আমাদের পাশে থাকে। আমরা আশা করছি বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের হাত ধরে দেশের স্বর্ণ ব্যবসা আরও এগিয়ে যাবে।

গাইবান্ধায় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি-আলোচনাসভা

গাইবান্ধা: বর্ণাঢ্য র‍্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

কর্মসূচিতে গাইবান্ধা সদর ছাড়াও সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার স্বর্ণব্যবসায়ীরা অংশ নেন।  

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পাবলিক লাইব্রেরি থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের পুরাতন বাজার, নতুন বাজার, দাস বেকারি মোড়, হাকার্স মার্কেট সড়ক প্রদক্ষিণ করে।

পরে পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বাজুস সভাপতি মনিন্দ্রনাথ মিত্র।

বক্তব্য দেন- জেলা বাজুস সহ সভাপতি রাফিউল ইসলাম রিবু, তাপস কর্মকার, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু, সহ-সম্পাদক শরিফুল ইসলিম শাফি।  

আরো বক্তব্য দেন-সদরের গৌতম মাস্টার দেবাশিষ রায়, বিদ্যুৎ বিশ্বাস, রাব্বি হোসাইন সুজন, ফুলছড়ির পরিমল চন্দ্র, সুন্দরগঞ্জের বিজয় চন্দ্র প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অন্যদিকে জেলার বাকি দুই উপজেলা গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারীতে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী: বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে দেশের পণ্যভিত্তিক ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

জেলা সদর ছাড়াও উপজেলা সদরে প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা।  

সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ, স্বর্ণ ব্যবসায়ী, কারিগর ও সর্বস্তরের মানুষ। শোভাযাত্রা শেষে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুস নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সহ-সভাপতি নূরুল হক, সাবেক সহ-সম্পাদক মানিক টৌধুরী, শাহজাহান আলী প্রমুখ।

পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সবাইকে পরিবেশন করা হয়।  

বাজুস জেলা আহ্বায়ক কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, নীলফামারীতে শক্তিশালী বাজুস জেলা কমিটি গঠনের লক্ষ্যে বর্তমানে আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। আগামী আগস্ট মাসের শেষে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  

জেলার সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শাখার আয়োজনে এ্কই দিন বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।  

সেখানে আলোচন সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম বাবু, সভাপতি মো. হানিফ ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম।  

বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বের কারণে স্বর্ণ ব্যবসা একটি অবস্থানে দাঁড়িয়েছে। এসময় সবাই তার দীর্ঘায়ু কামনা করে এই ব্যবসায় আরও সফলতা কামনা করেন।  

এছাড়া জেলার ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও জলঢাকাতেও  প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।  

নানা আয়োজনে লালমনিরহাটে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লালমনিরহাট: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাট জেলাসহ চার উপজেলায় ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।  

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে থানা পাড়ার স্বর্ণকার পট্টি থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাজুসের লালমনিরহাট জেলা শাখা।

শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বর্ণকারপট্টিতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


আদিতমারী: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।  

কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের তুষভান্ডার বাজার থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করিম উদ্দিন অডিটরিয়ামে আলোচনা সভায় মিল হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।  


হাতীবান্ধায়: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের  (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।  

পাটগ্রাম: বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।  

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে উপজেলা সদরের পাটেশ্বরী মন্দিরে কেক কাটা হয়।

দিবসটি পালন উপলক্ষে মন্দির মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।  

কেক কেটে পঞ্চগড়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়: 'সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়' এই প্রতিবাদকে সামনে রেখে র‌্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

এ উপলক্ষে সোমবার (১৭ জুলাই) সন্ধা ৬টার সময় পঞ্চগড় শহরের পৌর এলাকার বানিয়াপট্টিতে জেলা শাখার সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে বানিয়াপট্টি থেকে সংগঠনের সদস্য ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।  

পরে বাজুসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি নবিন চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন।

এছাড়াও জেলার কয়েকটি উপজেলায় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

রোববার (১৭ জুলাই) বিকেল ৫টায় বোদা পৌর এলাকার বানিয়াপট্টি থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

এসময় বোদা উপজেলা বাজুসের সভাপতি নিরঞ্জন কুসার বর্মন, সাধারণ সম্পাদক বিলাস চন্দ্র রায়সহ উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাত ৯টায় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেখান থেকে একটি র‍্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হবে।  

পরে দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জগদিস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র রায়ের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।