ঢাকা: লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এভিএম জাভেদ তানভীর খান সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের সর্বশেষ অগ্রগতি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রে শিল্পের ব্যাপক রূপান্তরের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
বিজিএমইএ সভাপতি উচ্চ-মূল্যের পোশাক উৎপাদন এবং প্রচলিত ও নতুন, উভয় বাজারে রপ্তানি বাড়ানোর জন্য শিল্পের জোরালো প্রচেষ্টাগুলো তুলে ধরেন।
লেবাননে পোশাক রপ্তানি বাড়ানোর উপায় অনুসন্ধানে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি আন্তর্জাতিক অংশীজনদের কাছে শিল্পের উৎসাহব্যঞ্জক আখ্যানগুলো তুলে ধরতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমকে/আরএইচ