ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে

ঢাকা: বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জুন মাসে ভারতে গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৬১ কোটি টাকা।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটা করতে বাংলাদেশিরা এই টাকা খরচ করেছেন।

জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ৩৮৮ কোটি টাকা। ভারতে খরচ হয়েছে মোট খরচের ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন।

বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ।

বাংলাদেশিরা যেমন ভারত বা অন্য দেশে গিয়ে অর্থ খরচ করেন তেমনি বিদেশিরা বাংলাদেশে  এসে টাকা খরচ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুনে বাংলাদেশে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৯৬ কোটি টাকা, যা মে মাসে ছিল ২১০ কোটি টাকা। এক মাসে বিদেশিদের লেনদেন কমেছে ৭ শতাংশ।

বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা জুন মাসে বিদেশে গিয়ে  যে পরিমাণ অর্থ খরচ করেছেন, একই সময়ে  বিদেশিরা বাংলাদেশে এসে তার অর্ধেক খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ২ হাজার ৪১৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ১ দশমিক ৮৭ শতাংশ বেশি। আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৩৬৯ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।