ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিম্নমুখী প্রবাসী আয়, ২৫ দিনে এলো ১৪,৪৮৮ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
নিম্নমুখী প্রবাসী আয়, ২৫ দিনে এলো ১৪,৪৮৮ কোটি টাকা

ঢাকা: আগস্ট মাসের ২৫ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা ( প্রতি ডলার ১০৯.৫০ টাকা হিসাবে)।

রোববার (২৭ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী রাষ্ট্রায়াত্ত ছয় ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয় পর পর কয়েক মাস ইতিবাচক ধারায় থাকলেও আগস্টে এসে উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের একই সময়ে এবং আগের মাস জুলাইয়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়।

গত বছরের আগস্ট মাসের ২৫ দিনে গড়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ডলার। চলতি মাসের ২৫ দিনে সেখানে প্রবাসী আয় এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা ডলার।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।