ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানি বাড়াতে টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
রপ্তানি বাড়াতে টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ

ঢাকা: টোকিও বিগ সাইটে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ফ্যাশন ওয়ার্ল্ডে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ফ্যাশন ওয়ার্ল্ড জাপানের ফ্যাশন শিল্পের জন্য সবচেয়ে বড় ট্রেড শো।

এ বছর বিশ্বের প্রায় ১১৫০টি পোশাক, ব্যাগ, জুতা, টেক্সটাইল, চামড়া ও ফ্যাশন শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।

 বৃহস্পতিবার (১২ অক্টোবর) টোকিওর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বাজার উন্নয়ন উদ্যোগের আওতায় বাংলাদেশের পোশাক ও চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ মেলার প্রথম দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

টোকিও বিগ সাইট এ মেলার দ্বিতীয় দিনে বাংলাদেশ দূতাবাস ‘মেড ইন বাংলাদেশ টেক্সটাইল, চামড়া ও পাটজাত পণ্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। মারুহিসা কোং লিমিটেডের প্রেসিডেন্ট কিমিনোবু হিরাইশি এবং মারুতোমি কোং লিমিটেডের প্রেসিডেন্ট তোশিনাও ওকুনাকা বাংলাদেশে তাদের অভিজ্ঞতার ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক বাংলাদেশের টেকসই কারখানার ওপর বক্তব্য রাখেন এবং দূতাবাসে জাপানি ব্যবসায়ীদের প্রদত্ত সেবার কথা উল্লেখ করেন।

একই দিন সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন জাপানি কোম্পানি ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়।  

এ সময় স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্পন্ন পণ্য আমদানির জন্য জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।  

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা জাপান-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধিতে জেট্রোর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।  

বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে টোকিও ফ্যাশন ওয়ার্ল্ড এ অংশ নিচ্ছে।
জাপান বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার। ২০২২-২৩ সালে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১.৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।  

ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশের অংশগ্রহণ জাপানের বাজারে রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মেলায় অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।