ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএমএফ ও এডিবির ঋণ

রিজার্ভে যুক্ত হলো ১০৯ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
রিজার্ভে যুক্ত হলো ১০৯ কোটি ডলার

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০ কোটি ডলারও যোগ হয়েছে।

সব মিলে একদিনে রিজার্ভে নতুন করে ১০৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার যোগ হলো।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইএমএফ’র প্রধান কার্যালয় ওয়াশিংটনে ডিসিতে পর্ষদ সভা ৬৮ কোটি ৯৮ লাখ ডলার দ্বিতীয় কিস্তির এ ঋণ অনুমোদন করে। পরের দিন মো. মেজবাউল  হক জানান, অনুমোদিত ঋণ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের  রিজার্ভে জমা হবে। আজ সে অর্থ  যোগ হলো।

আইএমএফ’র ঋণের কিস্তি যোগ হওয়ার মধ্য দিয়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ২৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা  ২০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি  ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার।  

একই সময়ে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ৫৩৫ কোটি ৭১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বা ২৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুন ভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে গত ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। অবশেষে সেই ঋণ যোগ হলো।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
জেডএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।