ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জার্মানির ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন।  

শুক্রবার(২৬ জানুয়ারি) উদ্বোধনের পর মন্ত্রী ফেয়ারে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশ নেওয়া উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাহাঙ্গীর কবির নানক।

এ ছাড়া জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে। এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ মন্ত্রীর সঙ্গে রয়েছেন।  

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ছয় দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গেছেন। তিনি আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।