ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, আয়কর ৫ হাজার ৯০১ কোটি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, আয়কর ৫ হাজার ৯০১ কোটি 

ঢাকা:  ২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।

বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই (২০২২-২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রের তথ্য অনুসারে, আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই-তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। এর আগে দুইবার তারিখ পেছানো হয়। এখনো আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে জরিমানাসহ। সে হিসাবে আরও আয়কর রিটার্ন জমা পড়বে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।