ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে রমজানজুড়ে সাশ্রয়ী মূল‍্যে পণ্য বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
ময়মনসিংহে রমজানজুড়ে সাশ্রয়ী মূল‍্যে পণ্য বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ 

ময়মনসিংহ: নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহ নগরেও রমজান মাসজুড়ে ৩১টি পণ্য সাশ্রয়ী মূল‍্যে বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ। কম দামে নিত‍্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

 

‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন‍্য’ এ স্লোগানে শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে নগরের বিদ‍্যাময়ী স্কুলের সামনের সড়কে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।    

এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট‍্যারিফ কমিশনের ডেপুটি চিফ মোহাম্মদ মাহমুদুল হাসান।  

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন‍্য এ উদ্যোগ অনেক উপকারী। বসুন্ধরা গ্রুপের মতো দেশের অন‍্যান‍্য গ্রুপও এ ধরনের উদ্যোগ নিলে সাধারণ মানুষ উপকৃত হবে। আমি বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানাই। অব‍্যাহত থাকুক তাদের এ মহৎ কার্যক্রম।   

এসময় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এজিএম (সেলস) মো. রফিকুল কবীরসহ অন‍্যান‍্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বছর ট্রাকসেলের মাধ্যমে এক লিটার সয়াবিন তেল ১৬৩ টাকার পরিবর্তে ১৫৫ টাকা, দুই লিটার সয়াবিন তেল ৩২৬ টাকার পরিবর্তে ৩১০ টাকা, তিন লিটার সয়াবিন তেল ৪৮৮ টাকার পরিবর্তে ৪৬৫ টাকা, পাঁচ লিটার সয়াবিন তেল ৮০০ টাকার পরিবর্তে ৭৬৫ টাকা, আট লিটার সয়াবিন তেল ১২৮০ টাকার পরিবর্তে ১২২৫ টাকা, এক লিটার সরিষার তেল ৩৬০ টাকার পরিবর্তে ২৬৫ টাকা, এক কেজি আটা ৬৫ টাকার পরিবর্তে ৪৮ টাকা, এক কেজি ময়দা ৭৫ টাকার পরিবর্তে ৬০ টাকা, ২৫০ গ্রাম সুজি ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা, এক কেজি মসুর ডাল ১৫০ টাকার পরিবর্তে ১৪০ টাকা, এক কেজি চিনিগুঁড়া চাল ১৮০ টাকার পরিবর্তে ১৪১ টাকা, ২০০ গ্রাম সেমাই ৩০ টাকার পরিবর্তে ২৫ টাকা, ২০০ গ্রাম লাচ্ছা সেমাই ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস (৮ প্যাক) ১৪০ টাকার পরিবর্তে ১১০ টাকা, ১৫০ গ্রাম স্টিক এগ অ্যান্ড চিকেন নুডলস ২৫ টাকার পরিবর্তে ২২ টাকা, ৩০০ গ্রাম পান্ডা অথেনন্টিক চাইনিজ নুডলস ৬০ টাকার পরিবর্তে ৪৮ টাকা, ২০০ গ্রাম ম্যাকারনি অ্যাসরটেড ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা, ২০০ গ্রাম সি-শেল পাস্তা ৫০ টাকার পরিবর্তে ৩৭ টাকা, ৫০০ গ্রাম হলুদের গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৭৫ টাকা, ৫০০ গ্রাম মরিচের গুঁড়ার প্যাকেট ৪১০ টাকার পরিবর্তে ৩১৫ টাকা, ৫০০ গ্রাম ধনিয়া গুঁড়ার প্যাকেট ২৪০ টাকার পরিবর্তে ১৭৫ টাকা, ৫০০ গ্রাম জিরা গুঁড়ার প্যাকেট ৯০০ টাকার পরিবর্তে ৭৭৫ টাকা, ২০০ গ্রাম হালিম মিক্স ৫৫ টাকার পরিবর্তে ৫০ টাকা, ১০০ গ্রাম মুরগির মসলা ৭৮ টাকার পরিবর্তে ৬২ টাকা, ৪০ গ্রাম বিরিয়ানি মসলা ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ১০০ গ্রাম গরুর মাংসের মসলা ৮৪ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম কাবাব মসলা ৯০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ৫০ গ্রাম বোরহানি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা, ৫০ গ্রাম চটপটি মসলা ৪০ টাকার পরিবর্তে ৩২ টাকা, ২০০ গ্রাম বসুন্ধরা চা (প্রিমিয়াম) ১১০ টাকার পরিবর্তে ৮০ টাকা, ১০০ গ্রাম বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ৯০ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি করছে বসুন্ধরা।

এদিকে বসুন্ধরার পণ্য বিক্রি শুরুর পর পণ্যের ট্রাক ঘিরে সাধারণ ক্রেতাদের ভিড় করেছেন।

এসময় নগরের রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সুজন বলেন, এখান থেকে তেল, ডাল ও নুডুলস কিনে বাজার মূল্য থেকে ১০০ টাকা সেভ করেছি। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে এটুকুই অনেক।  

একই ধরনের মন্তব্য করে নগরের পুলিশ লাইনস এলাকার মৌ আক্তার, তিনি বলেন, বতর্মান বাজারে সব পণ্যের দাম চড়া। এখানে বাজারের চেয়ে দাম একটু কম। তাই প্রয়োজনীয় কিছু পণ্য কিনলাম।

চলতি রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের বিদ‍্যাময়ী স্কুলের সামনের সড়কে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।