ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের মৃত্যু

ঢাকা: ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।  তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

রোববার ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্যাংকের হেড অব কম্যুনিকেশনন্স রায়হান কাওসার।  

ব্যবস্থাপনায় স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করা এমরানুল হকের কর্মজীবন শুরু ১৯৮৬ সালে। ওই বছর তিনি ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি (ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী) হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি দেশ ও বিদেশে তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে কাজ করেছেন। তিনি জাম্বিয়ার ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ক্রেডিট আফ্রিকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এমরানুল হক ঢাকা ব্যাংকে যোগ দেন ১৯৯৮ সালে। এই ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক, উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০২০ সালে তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব দেওয়া হয়।

তিনি আইসিসি বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে (এবিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।