ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

ঢাকা: সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে।

এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক।  

মঙ্গলবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল সিটি ব্যাংক, মিউচুয়াল  ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।  

এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটো হল সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।  

এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে।  

উল্লেখ্য, তারল্য সংকটে থাকা ৫ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। এই আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে  সহায়তা পাবে। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় চার ব্যাংক পেল ঋণ সহায়তা।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
জেডএ/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।