ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে শুরু হল চামড়াজাত পণ্য খাতের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আইসিসিবিতে শুরু হল চামড়াজাত পণ্য খাতের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী

ঢাকা: চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) শুরু হয়েছে চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ ২০২৪-এর দশম আসর।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আইসিসিবিতে তিনদিন ব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

যা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির দশম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেছে।
 
আয়োজকরা বলছেন, নতুন অর্ডার আসতে থাকায় সাম্প্রতিক প্রান্তিকগুলোয় এই খাতের রপ্তানি আয় বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা দীর্ঘদিন ধরে করোনা মহামারীর ধাক্কায় ধুঁকতে থাকা চামড়া শিল্পের জন্য শুভ লক্ষণ। কোনো কোনো দেশে অর্থনৈতিক মন্দা চললেও বাংলাদেশে বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ ক্রমেই বাড়ছে।

 
এলডব্লিউজি সার্টিফিকেশনের পর চামড়া খাত বাজার সম্প্রসারণ এবং রফতানি বৃদ্ধির প্রত্যাশায় রয়েছে তারা।
 
আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, লেদারটেক বাংলাদেশ একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে দশ বছর আগে যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য ছিল জুতা, ভ্রমণ সামগ্রী এবং এই ধরণের পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত প্রযুক্তিগুলো সংশ্লিষ্ট উৎপাদনকারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই প্রদর্শনী একদিকে যেমন উদ্ভাবনী প্রযুক্তিগুলো সবার সামনে নিয়ে আসে তেমনি নিজের উৎপাদনশীলতা, গুণমান, বৈচিত্র্য এবং দক্ষতার উন্নয়নে সহায়ক উদ্ভাবনগুলোও সনাক্ত করতে সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।