পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর বন্দর দিয়ে বেশিরভাগ পাথর আমদানি হলেও দিনদিন বাড়ছে অন্যান্য পণ্য আমদানি। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানি করা হচ্ছে।
গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুই চালানে ১০০ মেট্রিক টন করে ২০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এবার ভারত থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ।
বাংলাদেশ থেকে সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনার একমাত্র গুরুত্বপূর্ণ স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে একই প্রতিষ্ঠান ৭ ডিসেম্বর ৩০ মেট্রিক টন, ৩ ডিসেম্বর ৩০ মেট্রিক টন, ২৭ নভেম্বর ৩০ মেট্রিক টন, ২০ নভেম্বর ৩০ মেট্রিক টন ও ১৮ নভেম্বর ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে।
পেঁয়াজ আমদানির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি বাংলানিউজকে বলেন, বন্দরটিতে পাথর আমদানির পাশাপাশি আতপ চাল আমদানি করা হচ্ছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে মাঝে মধ্যে পেঁয়াজও আমদানি করা হচ্ছে।
এ ছাড়া প্রয়োজনে বন্দরটি দিয়ে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে।
বন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, বন্দরটিতে ব্যবসা-বাণিজ্যে সচল থাকায় আয় হচ্ছে রাজস্ব। গেল অর্থবছরে (২০২৩-২৪) বন্দরটি দিয়ে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বাংলানিউজকে বলেন, গুরুত্বপূর্ণ এই বন্দরটিতে আমদানি-রপ্তানি গ্রুপের দায়িত্ব পাওয়ার পর চেষ্টা করছি কার্যক্রম বাড়ানোর। বর্তমানে বন্দরটি দিয়ে পাথরের পাশাপাশি চাল ও পেঁয়াজ আমদানি হচ্ছে। এর পাশাপাশি যাতে আরও কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি ও উদ্বুদ্ধ করছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর পর রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ২য় দফায় ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরএ