ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৩৭ পিএম, ডিসেম্বর ২৩, ২০২৪
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

ঢাকা: পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতি কমানো খুব সহজ নয়।

তবে কিছুটা কমানোর চেষ্টা চলছে।  

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার মুদ্রানীতি ও বাজেট নীতি সঠিকভাবে সমন্বয় করার চেষ্টা করছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে সংশোধনীয় বাজেট তৈরি করা হবে।

ড. মাহমুদ বলেন, আমরা এখন প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি আরও দ্রুত করতে চাই। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে মূল্যস্ফীতি কমাতে। তবে মুদ্রানীতি, বাজেট নীতি ও বার্ষিক উন্নয়ন বাজেটের সঠিক সমন্বয় ঘটানো প্রয়োজন, যাতে দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা যায়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, সংশোধনীয় বাজেট তৈরি করতে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে একটি নতুন বাজেট দেওয়া হবে, যা সবার জন্য লাভজনক হবে। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংকোচন নীতি কতটুকু প্রযোজ্য হবে তা নির্ধারণ করতে পারবে এবং অর্থমন্ত্রণালয়ও বাজেটের ঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এ সময় দেশের উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের কথা তুলে ধরে ড. মাহমুদ বলেন, এখন সময় এসেছে প্রকল্পগুলোর বাস্তবায়নকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার।

মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে সরকারের নীতি প্রয়োগের দিকে সবার মনোযোগ আরও শক্তভাবে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলাদেশ সময়: ৮:৩৭ পিএম, ডিসেম্বর ২৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।