ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান আসবে কাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান আসবে কাল

ঢাকা: ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালন আসবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভোর সাড়ে পাঁচটার দিকে চালানটি চট্টগ্রাম বন্দরের পৌঁছবে।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম নামে একটি জাহাজ আগামীকাল ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম বন্দরের পৌঁছবে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।