ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশেষ ওএমএস’র মেয়াদ বাড়ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বিশেষ ওএমএস’র মেয়াদ বাড়ছে না

নিম্ন এবং নিম্নমধ্যবিত্তদের বিশেষ সহায়তার লক্ষ্যে পরিচালিত ওএমএস বা খোলা বাজারে সরকারি উদ্যোগে পণ্য বিক্রির মেয়াদ বাড়ছে না। এই ব্যবস্থার মাধ্যমে এতদিন আট লাখ মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হতো।

  

শাক সবজিসহ অন্যান্য পণ্য বিক্রির এই বিশেষ ওএমএস ব্যবস্থার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে আর মেয়াদ বাড়াবে না।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সম্পর্কিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ  উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ ওএমএস মানুষের কাজে আসতো না। এ কারণে বন্ধ করা হচ্ছে। তাছাড়া এখন শাক সবজির সরবাহ বৃদ্ধির কারণে বাজারে দাম কমেছে। এ বিশেষ ওএমএস বন্ধের কারণে বাজারে নতুন করে কোনো প্রভাব পড়বে না।

শতাধিক পণ্য এবং সেবাতে ভ্যাট ও সম্পূরক কর বসানোর ফলে বাজারে কোনো প্রভাব পড়েনি বলেও জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, যেসব পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক কর বসানো হয়েছে সেগুলো আগামী বাজেটে সমন্বয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।