ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা ঢাকার পল্টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জানুয়ারি ৩০, ২০২৫
দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা ঢাকার পল্টন

ঢাকা: দেশের সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। এ থানায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম।

সেখানে মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে।

বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জরিপের ফল প্রকাশিত হয়।

দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেশব্যাপী অর্থনৈতিক বৈষম্য তুলে ধরা হয়েছে। দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর। সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার।

এর মধ্যে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। আর ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ।

বিবিএসের মানচিত্র অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্য হার ১৯ দশমিক ৬ শতাংশ, আর জাতীয় দারিদ্র্য হার ১৯ দশমিক ২ শতাংশ। গ্রামীণ এলাকায় দারিদ্র্য হার ২০ দশমিক ৩ শতাংশ, যেখানে শহুরে দারিদ্র্য হার ১৬ দশমিক ৫ শতাংশ।

বরিশাল বিভাগে দারিদ্র্য হার দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা ২৬ দশমিক ৬ শতাংশ। বিভাগের মধ্যে দারিদ্র্য কম চট্টগ্রামে, মাত্র ১৫ দশমিক ২ শতাংশ। জেলার মধ্যে ধনী নোয়াখালী, যেখানে দারিদ্র্যের হার মাত্র ৬ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।