ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্চের মধ্যে সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
মার্চের মধ্যে সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

ঢাকা: মার্চের মধ্যে সারা দেশের সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনআর-এর মূসক বাস্তবায়ন ও আইটি থেকে নির্দেশনাটি দেওয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, পণ্য ও সেবাসমূহের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে এবং দেশের সব সুপারশপ ও শপিংমলসহ সিটি ও জেলা শহরের সব উৎপাদনকারী  প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক রয়েছে। মাঠ পর্যায়ে সার্কেল, বিভাগ ও কমিশনার অধিক্ষেত্রে ব্যবসারত সব অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনভুক্ত করতে হবে। এজন্য প্রতিমাসের ৫ তারিখের মধ্যে এ সম্পর্কিত প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

লক্ষ্য পূরণে ভ্যাট কমিশনারদের জন্য ফেব্রুয়ারিকে নিবন্ধনের মাস ও মার্চকে এনবিআরের জন্য নিবন্ধনের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্দিষ্ট সময়ের পরও কোনো ভ্যাট নিবন্ধিত ছাড়া প্রতিষ্ঠান পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগীয় ও সার্কেল কর্মকর্তা দায়ী থাকবেন বলে এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।