ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে পেপারটেক এক্সপো শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আইসিসিবিতে পেপারটেক এক্সপো শুরু আইসিসিবিতে ষষ্ঠ পেপারটেক এক্সপো-২০২৫ এর উদ্বোধন হয়েছে | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: কাগজ ও প্যাকেজিং শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার সৃষ্টি করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ষষ্ঠ পেপারটেক এক্সপো-২০২৫।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে।

প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড (বিইপিএল)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) মহাসচিব মোস্তফা কামাল মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি ও বাজার উন্নয়ন কমিটি বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও চায়না ন্যাশনাল পাল্প অ্যান্ড পেপার রিসার্চ ইনস্টিটিউটের উপ-পরিচালক চাও লুমেন।



বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, পেপার ইন্ডাস্ট্রি টিকতে হলে আমাদের প্রযুক্তির দিকে এগোতে হবে। পুরো বিশ্ব থেকে এ মেলায় প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর অতিরিক্ত ডিউটি আরোপ করেছে। যে কারণে চীন চাইলে আমাদের এখানে বিনিয়োগ করতে পারে। আমাদের এক্সিবিটরকে অনুরোধ করব চীনের কোনো আইডিয়া থাকলে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

প্রধান অতিথির বক্তব্যে বিপিএমএ-এর মহাসচিব মোস্তফা কামাল মহিউদ্দিন বলেন, পেপার সেক্টরে স্থানীয় ও বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ আছে। ষষ্ঠ পেপারটেক প্রদর্শনীর নলেজ এই শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনীতে কাগজ ও প্যাকেজিং শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন।

বসুন্ধরা পেপার মিলসের প্যাভিলিয়নে (স্টল নং ৪৫৩ থেকে ৪৫৬ এবং ৪৬৯, ৪৭০) রয়েছে প্রতিষ্ঠানটির সব পণ্য (বসুন্ধরা খাতা, টিস্যু, টয়লেট্রিজ প্রোডাক্ট, হাইজেন প্রোডাক্ট ইত্যাদি) প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা এখানে উচ্চমানের পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন, যা কাগজ ও প্যাকেজিং শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, যেখানে নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং ব্যবসা উন্নয়নের সুযোগ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।