ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনিবন্ধিত জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজুসের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
অনিবন্ধিত জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজুসের অনুরোধ বাজুস

ঢাকা: জুয়েলারি ব্যবসায় সমতা আনয়ন ও সরকারের রাজস্ব আদায় বাড়াতে মূসক নিবন্ধনবিহীন জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা ও নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করায় অনিবন্ধিত জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে এ সংক্রান্ত একটি চিঠিতে এ অনুরোধ জানিয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জুয়েলারি খাত থেকে যথাযথভাবে মূসক আদায়ের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়ায় বাজুসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী মাত্র ৮ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন রয়েছে। বাকি প্রায় ৩২ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান সরকারকে কোনোরকম মূসক প্রদান না করে ব্যবসা পরিচালনা করছে। ফলে জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে অসম প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব।

চিঠিতে আরও বলা হয়, জুয়েলারি ব্যবসায় সমতা আনয়ন ও সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূসক নিবন্ধন বিহীন জুয়েলারি প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আনা একান্ত অপরিহার্য।

এই অবস্থায় জুয়েলারি খাত থেকে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূসক নিবন্ধন বিহীন জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা ও নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করায় অনিবন্ধিত জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।