ঢাকা: আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই।
বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। সরবরাহের যে ঘাটতি ঘটেছে তা দূর হয়ে যাবে।
তিনি বলেন, আল্লাহর রহমতে অন্য কোন পণ্যে আমরা সংকট দেখছি না। ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই তেলের সমস্যাটা সমাধান হয়ে যাবে।
সয়াবিন তেলের সঙ্গে বিক্রেতাদের অন্য পণ্য নেওয়ার বিষয়ে বাধ্য করা হচ্ছে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। কিছু জায়গায় স্বীকৃতি এবং কিছু জায়গায় অস্বীকৃতি আমরা দুটোই পেয়েছি। এ ধরনের ঘটনা যাতে না ঘটে। ঘটলে ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেব।
এ সময় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
জিসিজি/আরএইচ