ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সুনামগঞ্জে ঠিকাদার-রাজমিস্ত্রির মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সুনামগঞ্জে ঠিকাদার-রাজমিস্ত্রির মিলনমেলা

সুনামগঞ্জ: বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সুনামগঞ্জে ঠিকাদার, রাজমিস্ত্রি ও সিমেন্ট ব্যবসায়ীদের সমন্বয়ে মিলনমেলা হয়েছে।  

এতে জেলার রাজমিস্ত্রি (নির্মাণ শ্রমিক), ঠিকাদার, ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা ছিলেন।

সংশ্লিষ্টরা বসুন্ধরা গ্রুপের সিমেন্ট বাংলাদেশের নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।  

উন্নত প্রযুক্তিতে তৈরি গুণাগুণ সমৃদ্ধ বসুন্ধরা সিমেন্টকে সুনামগঞ্জের নির্মাণশিল্পে ছড়িয়ে দিতে প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ওয়েজখালীর পুলিশ লাইনসের সামনে সাগর এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, রাজমিস্ত্রি, ঠিকাদার ও ব্যবসায়ীরা জড়ো হয়েছেন। বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা সবাইকে হাসিমুখে বরণ করেন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম সোহেল ও অনুপম রায়সহ জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা।

‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রিদের অবদান’ শীর্ষক ঠিকাদার-রাজমিস্ত্রিদের মিলনমেলাটি মেসার্স সাগর এন্টারপ্রাইজের হলরুমে আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক সুজিত দেবের সভাপতিত্বে বসুন্ধরা সিমেন্টের সিএসও শাহ জামাল শিকদার, জিমএম আজাদ রহমান, সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার খায়রুজ্জামান সিদ্দিকী, মোস্তাফিজচুর রহমান বক্তব্য দেন।  

অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক আককবর আলী, ঠিকাদার আবু হানিফ, সেন্টু তালুকদার, ইকবাল হোসেনসহ অনেকে।

বসুন্ধরা সিমেন্টের সিএসও শাহ জামাল শিকদার বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি সার্ভিস ও কোয়ালিটিতে।
কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সেখানে চলে যাচ্ছে আমাদের টিম। আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। আপনাদের সবার সহযোগিতায় আমরা নির্মাণশিল্পে সবার দোরগোড়ায় পৌঁছে যেতে পেরেছি।  

তিনি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের নির্মাণশিল্পে বসুন্ধরা সিমেন্টের সঙ্গে থাকার জন্য আহ্বান জানান।

ব্যবসায়ী আবু হানিফ বলেন, আমরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।