ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটের সাইজ যত বড় হয়, ব্যবসায়ীদের ওপর চাপ তত বাড়ে: এনবিআর চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮ এএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
বাজেটের সাইজ যত বড় হয়, ব্যবসায়ীদের ওপর চাপ তত বাড়ে: এনবিআর চেয়ারম্যান

রংপুর: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, উন্নয়নের জন্য রেভিনিউ আর্ন করা দরকার, সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঋণ করে বাজেট করছি।

সে কারণে বাজেটের সাইজ বড় হয়েছে। ব্যবসায়ীদের ওপর চাপটা বেড়েছে।
 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

রংপুর চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এসময় এনবিআর কর্মকর্তা ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ীরা বক্তব্য দেন। এসময় রংপুর অঞ্চলের বাজেট বৈষম্য আসন্ন বাজেটে দূর করা না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না বলে উল্লেখ করেন বক্তারা।  

বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান বক্তারা।
 
এসময় বক্তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে বৈষম্য দূর করার বিষয়টি সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আপনাদের সবগুলো দাবিই যৌক্তিক। গত বছর ৩ লাখ কোটি টাকা এনবিআর কালেক্ট করেছে। এবার হয়তো ২ লাখ ৮০ বা ৮৫ লাখ টাকা কালেক্ট হবে। এ দাবিগুলো বাস্তবায়ন করতে হলে আরও ১ লাখ কোটি টাকা প্রয়োজন পড়বে। তাহলে এগুলো আমরা কীভাবে কাভার করবো?
 
এনবিআর চেয়ারম্যান বলেন, যারা নিয়মিত কর দেন, তাদের ওপর এ চাপটা আরও বেশি বাড়ে। আর যারা কর ফাঁকি দেন, তাদের আমরা চিনি না অথবা চিনতে চাই না। অথবা তাদের আওতায় আনি না। ফলে করদাতা ব্যবসায়ীদের ওপর বিপদটা আরও বাড়ে। এ বিষয়গুলো আমরা নিজেরা চিহ্নিত করেছি। সে অনুযায়ী কাজ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআই

বাংলাদেশ সময়: ১০:১৮ এএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।