ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোজায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
রোজায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

ঢাকা: ফেব্রুয়ারি মাসে বেশি প্রবাসী আয় আসার পর মার্চের প্রথম সপ্তাহেও প্রবাসী আয়ের সেই ধারা অব্যাহত রয়েছে। মার্চের প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার।

প্রতিদিন যা ১০ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। একদিনে এই রেমিট্যান্স আগের যেকোন সময়ের চেয়ে বেশি।

সোমবার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার। এ হিসাবে ফেব্রুয়ারিতে প্রতিদিন এসেছে ৯ কোটি ২ লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার। আর আগের বছরের মার্চে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার।

ঈদকে সামনে রেখে রমজানে প্রবাসীরা দেশে পরিজনদের বাড়তি টাকা পাঠান, যাতে পরিজনরা রোজায় বাড়তি খরচের পাশাপাশি ঈদের বাড়তি খরচ মেটাতে পরেন। এবারও তাই হলো।

মার্চের আট দিনের হিসাবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার। আর একক ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬ কোটি এক লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।