ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোজায় বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
রোজায় বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড় ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিশেষ ছাড়ে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সব ধরনের টয়লেট্রিজ পণ্য প্রতি শুক্রবার মসজিদ ও বাজার এলাকায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন ক্রেতারা।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের বড় মসজিদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ জানায়, চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র রমজান মাসে সবার হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকরা এ সময় নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন। যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এতে সংসারের বাড়তি ব্যয়ের মধ্য কিছুটা হলেও সাশ্রয় হবে। এ বিবেচনা থেকে বসুন্ধরা টয়লেট্রিজ বিশেষ ছাড়ে এসব পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনের পর পরই মসজিদে নামাজ পড়তে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসুন্ধরা টয়লেট্রিজের এসব পণ্য কেনা শুরু করেন।

বসুন্ধরা টয়লেট্রিজ পণ্য সম্ভার থেকে সাবান ও ওয়াশিং পাউডার কিনবেন আলিমুর রহমান। তিনি পেশায় গাড়িচালক। তিনি বলেন, এসব পণ্য কম দামে কিক্রি হচ্ছে। আর তা ছাড়া এখান কিনলে ভালোটা পাওয়া যায়। এ জন্য সংগ্রহ করেছি। রোজার মাসের শুক্রবারে নাকি বসুন্ধরা এসব পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হবে। এ জন্য আমি একটু বেশি করে সংগ্রহ করে রাখছি। প্রয়োজনে আগামী শুক্রবারও আসবো। এতে যে টাকা সাশ্রয় হবে, ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও চাপ সামলানো সুবিধা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫ 
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।