ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের আজ শুক্রবারও (২৮ মার্চ) খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক।  

ব্যাংক চারটি হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক।

 

এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোকে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে জুমাতুল বিদার জন্য বিরতি।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের আগেই বেতন-ভাতাদি উত্তোলনের সুবিধার্থে বৃহস্পতিবার এমন নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।