ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের পরও সে দেশে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় জরুরি মিটিং করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে প্রেস সচিব বলেন, সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বড় ব্যবসায়ীদের সঙ্গে বসেছিল। তাদের তিনঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে রপ্তানিকারকদের বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, আশা করি, আজকের মিটিংয়ে খুব ইতিবাচক রেসপন্স আসবে। এই সরকার ব্যবসাবান্ধব, খুবই রপ্তানিমুখী। আমরা এমন কিছু করব, যার ফলে যুক্তরাষ্ট্রে এখন যা রপ্তানি হচ্ছে এর থেকে আরও বাড়বে এবং মিটিং থেকে সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ রপ্তানি করে এমন সব দেশেই রপ্তানি বাড়বে।

শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। সব ইস্যু নিয়ে আজ মিটিংয়ে আলোচনা হবে। এরপর সে সিদ্ধান্ত আসবে, আমরা আশা করব, শুধু যুক্তরাষ্ট্র কেন পশ্চিমা বিশ্বে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন।

বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।