ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দায়িত্ব নেওয়ার পর শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হননি বিএসইসির কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মে ১৪, ২০২৫
দায়িত্ব নেওয়ার পর শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হননি বিএসইসির কমিশনার ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।

বুধবার (১৪ মে) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

গত ১১ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বিএসইসি।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী আইন লঙ্ঘন করে নিজ নামে শেয়ার ব্যবসা করছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী বিএসইসিতে যোগদানের আগেই ২০২১ সালে ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে বিও অ্যাকাউন্টটি খুলেছিলেন। বিএসইসির চাকরিতে যোগদানের পর তিনি ওই বিও অ্যাকাউন্টে কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি।  
গত ২০২৪ সালের জুন মাসে বিএসইসির চাকরিতে যোগদানের পর পরই তিনি ওই বিও অ্যাকাউন্টে থাকা সব শেয়ার বিক্রি করার এবং ওই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশনা প্রদান করেছিলেন।  

নির্দেশনা অনুযায়ী অপরাপর সব শেয়ার বিক্রি করা হয়েছে কিন্তু ফ্লোর প্রাইস কার্যকর থাকার কারণে শুধু ‘বেক্সিমকো লিমিটেড’এর শেয়ারগুলো বিক্রি করা সম্ভব হয়নি এবং এ কারণে সিডিবিএল বাই ল অনুযায়ী ওই বিও অ্যাকাউন্টটি বন্ধ করা সম্ভব হয়নি মর্মে সংশ্লিষ্ট ব্রোকার তাকে অবহিত করেছে। বর্তমানে ওই বিও অ্যাকাউন্টে বেক্সিমকো লিমিটেড-এর মোট ২২৩১টি শেয়ার রয়েছে যার বর্তমান বাজারমূল্য ২,৪৫,৬৩৩ টাকা।  

প্রসঙ্গত, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে উল্লেখিত ‘জিরো ওয়ান লিমিটেড’ ব্রোকারেজ হাউজটির সব কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

অতএব, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী শেয়ারব্যবসার সঙ্গে জড়িত উল্লেখিত দাবিটি সত্য নয় এবং প্রকাশিত। সংবাদ বাস্তব ভিত্তিক নয় বরং বিভ্রান্তিকর। সর্বোপরি প্রতিবেদনগুলো যেসব অভিযোগ ও সন্দেহপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়েছে। তা সম্পূর্ণভাবে মনগড়া। এ ধরনের বিভ্রান্তিকর অসত্য তথ্য ও আপত্তিকর বক্তব্য সম্বলিত সংবাদের মাধ্যমে বিএসইসির কমিশনারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে সংবাদমাধ্যম কর্তৃক পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ বিএসইসি আশা করে না।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের বিপরীতে বিএসইসি'র ব্যাখ্যা আমলে নিয়ে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে প্রকৃত সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিনীত অনুরোধ জানাচ্ছি বলেও উল্লেখ করা হয়েছে।

এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।