ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মে ২৫, ২০২৫
মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাট: উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়েছে।

মেঘনা সিমেন্ট মিলসে স্থায়ী ও অস্থায়ী প্রায় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী থাকলেও ৩১৭ জন স্থায়ী কর্মচারী ভোটাধিকারের সুযোগ পান। ভোটগ্রহণ শেষে রাত ৮টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি।

মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মো. এমাদুল শরিফ, সহ-সভাপতি মো. শাহাআলম, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ পদে মোশারফ হোসেন মোল্ল্যা, দপ্তর সম্পাদক পদে মো. আলাল, প্রচার সম্পাদক পদে মো. নুরুজ্জামান, কার্যকরী সদস্য পদে মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, ২০ বছর পর এই সিবিএ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীরা আগামী দুই বছর শ্রমিকদের স্বার্থ রক্ষাসহ নানা ইস্যুতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবেন।

এমআরএম ও এসএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।