ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, আশ্বাসে আন্দোলন স্থগিত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, মে ২৬, ২০২৫
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, আশ্বাসে আন্দোলন স্থগিত

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।  

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, মাসের ২৬ তারিখ হলেও এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফা আশ্বাসের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বকেয়া বেতন, চলতি মাসের বেতন ও আসন্ন ঈদুল আজহার বোনাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন।

খবর পেয়ে ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দেয়, এপ্রিল মাসের বেতন সোমবারের মধ্যেই পরিশোধ করা হবে এবং চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে।

এ আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরে যান।

এ বিষয়ে কারখানার মালিক অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে যৌথবাহিনির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রমিকরা কাজে ফিরে যান।  

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিকপক্ষ আজই এপ্রিল মাসের বেতন পরিশোধে সম্মত হয়েছে এবং ঈদের আগেই বাকি পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে।

শ্রমিকরা মালিকপক্ষের প্রতিশ্রুতি মেনে নিয়ে আন্দোলন স্থগিত করে কাজ শুরু করেছেন।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।