ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, জুন ২৭, ২০২৫
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে।

 আহত রোহিঙ্গা কক্সবাজার জেলার, উখিয়ার কুতুপালং ক্যাম্প ২ ইস্ট, ব্লক বি-০১ এর এজাহের হোসেন এর ছেলে মোঃ ইউনুস (২৭)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৬ জুন রাত ৯ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড এর তুমব্রু সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি'র) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪ হতে আনুমানিক ২০০ মিটার দক্ষিণ দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির  দখলকৃত তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ১টি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।  

উক্ত মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক মো. ইউনুসের  ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়, আরো  জানা যায় উক্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মিয়ানমারে যাচ্ছিল।

পরবর্তীতে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।