ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, জুলাই ২, ২০২৫
৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব কার্যক্রম

আগামী পাঁচ দিন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাটা সেন্টারকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তর করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে।

ব্যাংকটিকে পাঠানো অপর এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্টাভাবে স্থানান্তরের লক্ষ্যে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত আপনাদের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দেওয়া হলো।

ডাটা সেন্টার স্থানান্তরের আগে এবং কার্যক্রম চলাকালীন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার মাধ্যমে সব গ্রাহককে অবহিত করতে হবে।

জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।