ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নোভার্টিসের নতুন এমডি মুসাওয়াত শামস জাহেদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, জুলাই ২৩, ২০২৫
নোভার্টিসের নতুন এমডি মুসাওয়াত শামস জাহেদী মুসাওয়াত শামস জাহেদী

ঢাকা: নোভার্টিস বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মুসাওয়াত শামস জাহেদী। কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কর্তৃক নোভার্টিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়েছে।  

মুসাওয়াত শামস জাহেদী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং সহযোগী অন্যান্য কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের ক্যাস বিজনেস স্কুল থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মুসাওয়াত জাহেদী একজন উদ্যোগী ক্রীড়া পৃষ্ঠপোষক এবং একজন দক্ষ গলফার। এ ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।