ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুলাই ২৬, ২০২৫
স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা রাজউক

রাজধানীর বাড্ডা, সাতারকুল, গজারিয়া মৌজার কিছু জমিতে স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ (জোন-৪) অর্পণ দে স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাড্ডা, সাতারকুল, গজারিয়া মৌজাস্থিত কিছু দাগে অবস্থিত জমি বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) এ ‘জলাশয়’ ও ‘সাধারণ বন্যা প্রবাহ’ এলাকা হিসেবে চিহ্নিত। ওই জমিতে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড (সানভ্যালি আবাসন) অবৈধভাবে বালু ভরাট এবং প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে হাউজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উক্ত কর্মকাণ্ড বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫); রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০; পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর পরিপন্থি। এমতাবস্থায় অনতিবিলম্বে উক্ত বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র: কালের কণ্ঠ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।