ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

করকাঠামো পুনর্বিন্যাসে টাস্কফোর্স গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, অক্টোবর ৭, ২০২৫
করকাঠামো পুনর্বিন্যাসে টাস্কফোর্স গঠন অর্থ মন্ত্রণালয়

ঢাকা: দেশের করকাঠামো পুনর্বিন্যাস করার লক্ষ্যে ও কর-জিডিপি অনুপাত গ্রহণযোগ্য অবস্থায় উন্নীত করতে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারকে টাস্কফোর্সের সভাপতি এবং সদস্যসচিব হিসেবে আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীকে টাস্কফোর্সে রাখা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের করব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়পূর্বক কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য মাত্রায় উন্নয়নের লক্ষ্যে জাতীয় করকাঠামো পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করা হলো।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান, কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ড. সৈয়দ মইনুল আহসান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসেন ও ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির।

এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন করে তিনজন প্রতিনিধি টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে টাস্কফোর্সে সদস্য কো-অপ্ট করা যাবে। অর্থাৎ যেকোনো বিশেষ বিষয়ের জন্য বিশেষজ্ঞ কাউকে অস্থায়ীভাবে টাস্কফোর্সে যুক্ত করা যাবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে টাস্কফোর্সের কার্যক্রম সমাপ্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, কর-জিডিপির হার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে করকাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস সুপারিশ প্রণয়ন করবে টাস্কফোর্স। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে আশুকরণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করবে।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।