ঢাকা ও নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে ভোটগণনা শুরু হয়েছে বলে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন।
এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ কাব ও ঢাকার বেইলি রোডের অফিসার্স কাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নির্বাচনে ৫১২ ভোটারের মধ্যে ৪৭২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৫ জন ও ঢাকায় ১৪৭ জন।
বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১০