ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকেএমইএ নির্বাচন: ভোটগণনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট ও প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
বিকেএমইএ নির্বাচন: ভোটগণনা শুরু

ঢাকা ও নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে ভোটগণনা শুরু হয়েছে বলে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন।

 

এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত  নারায়ণগঞ্জ কাব ও ঢাকার বেইলি রোডের অফিসার্স কাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নির্বাচনে ৫১২ ভোটারের মধ্যে ৪৭২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৫ জন ও ঢাকায় ১৪৭ জন।

বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।