ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্রগ্রামের হালিশহরে ঢাকা ব্যাংকের নিজস্ব এটিএম বুথ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০১০

ঢাকাঃ ঢাকা ব্যাংক লিমিটেডের সম্প্র্রসারিত আধুনিক নিজস্ব এটিএম নেটওয়ার্কের অধীনে চট্টগ্রামের হালিশহরে ব্যাংকের শাখা সংলগ্ন আরেকটি এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের পরিচালক জসিম উদ্দিন ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার সিরাজুল হক, কার্ডস ও রিটেইল ব্যাংকিং প্রধান শাহ্ আজিজুল ইসলাম, হালিশহর শাখার ব্যবস্থাপক মফিজ উদ্দিন আহমেদসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জসিম উদ্দিন বলেন, ঢাকা ব্যাংক এখন আরও বড় সুপরিসর নেটওয়ার্ক (অমনিবাস) এর সাথে যুক্ত হলো। এই ব্যাংকের কার্ড হোল্ডারগণ এখন ঢাকা ব্যাংক এর নিজস্ব এটিএম বুথ ব্যবহারের পাশাপাশি ব্রাক ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ ব্যবহারের সুযোগ পাচ্ছেন এবং শীঘ্রই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৫ ঘন্টা, ১১ জুলাই, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।