ঢাকা: মৎস্য চাষ ও মৎস্যখাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে বতসোয়ানা। এজন্য বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি ও কারিগরি সহযোগিতা নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
রোবাবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে বতসোয়ানার রাষ্ট্রপতির কার্যালয় ও জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ডিগ্যাঙ ফিলিপ ম্যাকগ্যালেমেলে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বতসোয়ানার দারিদ্র্য বিমোচনে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সে দেশে মৎস্য চাষের প্রতি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।
মৎস্য চাষের ব্যাপক সুবিধা থাকার পরেও বতসোয়ানার আমিষের চাহিদা অধিকাংশই আমদানি নির্ভর। এ কারণে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মৎস্য উৎপাদনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বতসোয়ানা।
বাংলাদেশের অভিজ্ঞতা তাদের মৎস্য উৎপাদন এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে বলেও তিনি মনে করেন।
বাংলাদেশের সঙ্গে বতসোয়ানার কোনো বাণিজ্য চুক্তি না থাকায় বতসোয়ানা সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বতসোয়ানায় মৎস্য এবং এ খাতে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বতসোয়ানার প্রতিমন্ত্রী তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, সৈয়দ আরিফ আজাদ উপস্থিত ছিলেন।
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের বহুমুখী পদক্ষেপের প্রশংসা করেন বতসোয়ানার প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪