ময়মনসিংহ: শম্ভুগঞ্জের চর বড়বিলা এলাকায় দুই ধান ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম ও দ্বীপায়ন দাস শুভ পৃথক দু’টি অভিযানে এ জরিমানা করেন।
আল ইমরান রুহুল ইসলাম জানান, ধান-চাল-গম-ভুট্টায় পাটজাত মোড়ক ব্যবহার করতে আইন থাকলেও পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিক ও পলিথিনের বস্তা ব্যবহার করছে মেসার্স প্রগতি অটো রাইস মিল ও মেসার্স আকাদী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এ অপরাধে মেসার্স প্রগতি অটো রাইস মিলে ১০ হাজার টাকা ও মেসার্স আকাদী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪